Thursday, September 29, 2016

আমরা যারা ইসলামকে ভালবাসি, আল্লহ জাল্লা জালালুহুকে ভালবাসি আর ভালবাসি আমাদের নেতা, আসমান এবং জমিনের সর্দার, আখিরাতের বাদশা আমাদের প্রিয় নবিজি মুহাম্মাদ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লামকে , তাদের অনেক কিছু জানতে হয়। জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ বা বাধ্যতামূলক। ফলে আমাদের সবার ভাল কিছু পড়া , জানা উচিত। কারন আল্লহু সুবহানাহু ওয়া তায়ালাকে চিনতে হলেও জ্ঞান প্রয়োজন। এই বিশাল আসমান এবং জমিনের মহাস্রস্টাকে চিনতে হলে, তার মহাজ্ঞান সম্পর্কে ধারনা পেতে হলে আগে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য অনেক ভাল ভাল লিঙ্ক পাওয়া যায় ইন্টারনেটে। সেগুলো সেভ থাকলে অনেক জরুরী সময় কাজে আসে। তাই এরকম কিছু লিঙ্ক এই ব্লগে শেয়ার করে রাখা হল। ব্লগ লিঙ্কটা সেভ রাখলেই তাতে সব খুব সহজে পাওয়া যাবে। নিজের ওয়াল এ এটা সেভ করে রাখলে আরও ভাল, সব সময় পাওয়া যাবে এবং অন্য আরও অনেকে দেখে পরবে, তাতে নিজের নেকির পাল্লা আরও ভারি হবে ইন-শা-আল্লহ। এবং আমাদের মহামহিম স্রস্টাও খুশি হবেন নিশ্চয়ই। 

 

১। মাদ্রাসা শিক্ষা নিয়ে জরুরী লিঙ্কঃ 


http://www.kalerkantho.com/print-edition/islamic-life/2016/09/30/410913


No comments:

Post a Comment